ভয়াবহ বন্যায় টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ হওয়া ২৭ জন পড়ুয়ার এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় একটি বিপর্যয়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টির বেশি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে প্রচুর ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী।
টেক্সাসের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘টেক্সাসে ভায়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু। এই ঘটনায় আমি মর্মাহত।