স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তি সাধারণ মানুষের। ক্ষোভ প্রকাশ পণ্যবাহী গাড়ির চালকদের। শনিবার ছিল উল্টো রথযাত্রা এবং রবিবার মহররমের জন্য কলকাতায় ভারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নিষেধাজ্ঞার জন্য যানজট ১৯ নম্বর জাতীয় সড়কে। ট্রাফিক পুলিশের দাবি শনিবার ও রবিবার রথ ও মহরমের জন্য কলকাতায় যানজট এড়াতে বিহার, ইউপি, ঝাড়খন্ড থেকে যে সকল পণ্যবাহী ভারী যানবাহন কলকাতার উদ্দেশ্যে যায়, সেই গাড়ি গুলোকে বিভিন্ন পয়েন্ট আটকানো হচ্ছে।
কিন্তু বিহার, ঝাড়খন্ড থেকে এদিন এতো বেশি গাড়ি চলে এসেছে যে তার জন্য ওয়ান ওয়ে করে জাতীয় সড়কের এক পাশে গাড়ি গুলোকে আটকানো হচ্ছে দাবি ট্রাফিক পুলিশের। একটা সম্প্রদায়ের উৎসব বলেই এভাবে গুরুত্বপূর্ণ একটা রাস্তাকে জ্যাম করা যায়? প্রশ্ন তুলে বললেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, এটাই হচ্ছে ‘এগিয়ে বাংলা’।
অনুষ্ঠানের সময় দুর্ঘটনা রুখতে এই পদক্ষেপ দাবি তৃণমূলের। শনিবার রাত থেকে ১৯ নং জাতীয় সড়কের আসানসোল থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। যানজট শুরু হয় গোটা জাতীয় সড়ক জুড়ে। রবিবার সকাল থেকে দেখা গেল আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত শুধুই দাঁড়িয়ে একের পর এক ট্রাক, ট্রেলার, ডাম্পার। স্তব্ধ জাতীয় সড়ক। জরুরি পরিষেবার ছোট গাড়ি এবং বাস সার্ভিস রোডে যাতায়াত স্বাভাবিক রয়েছে।