উত্তরবঙ্গে দলের সাংসদ-বিধায়কের ঘেরাও, বিক্ষোভে উত্তপ্ত রাজনীতি; তীব্র নিন্দা মোদির। বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি সাংসদ, বিধায়ককে। সোমবার রীতিমতো হামলা হয়েছে তাঁদের উপর। এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কর্মী, সমর্থকরাই এই হামলা চালিয়েছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন। এবার দলের জনপ্রতিনিধিদের উপর আক্রমণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন।
এক্স হ্যান্ডেল পোস্টে এই ঘটনার নেপথ্যে শাসকশিবিরকে দায়ী করার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে অবশ্য হামলার মুখে পিছু না হঠে, বিজেপি কার্যকর্তাদের দুর্গত মানুষের পাশে থাকার কথা মনে করিয়ে দিয়েছেন।





