ত্রাণ নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছে এসএফআই। রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক অবস্থা নিয়ে দলের অন্দরেই প্রবল অসন্তোষ। তবে সেসব কোনওদিনই মাথাব্যথা হয়নি বামেদের তরুণ ব্রিগেডের কাছে। তারা বরাবর বিপদে-আপদে পথে নেমে মানুষের পাশে থেকেছে, মানুষের হয়ে কাজ করেছে। এবারও তার ব্যতিক্রম হল না। দুর্যোগে প্রায় তছনছ হয়ে যাওয়া উত্তরবঙ্গবাসীর সাহায্যে ইতিমধ্যে মাঠে নেমেছেন সেখানকার ‘রেড ভলান্টিয়ার্স’। এবার কলকাতা থেকে ত্রাণ নিয়ে পৌঁছবে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধিদল। মঙ্গলবারই তাঁরা রওনা হবেন।





