তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সংঘর্ষবিরতিতো দূর, যত দিন যাচ্ছে যুদ্ধের রূপ ততই ভয়ংকর হচ্ছে। এই আবহে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার তেলভাণ্ডারে ভয়ংকর হামলা চালাল ইউক্রেনের সেনা।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, হামলার জেরে দাউ দাউ করে জ্বলছে তেলভাণ্ডার। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, যুদ্ধে কি তাহলে এবার কোণঠাসা হচ্ছে রুশ ফৌজ?
ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ক্রাইমিয়ার যে এলাকায় হামলা চালানো হয়েছে, সেখানে রুশ সেনা অস্ত্র প্রস্তুত করত। তৈরি হত মারণ মিসাইল এবং বোমা। রুশ আগ্রাসনের বিরুদ্ধেই আমাদের এই অভিযান ছিল। সূত্রের খবর, শতাধিক ড্রোন নিয়ে এদিন ক্রাইমিয়ায় হামলা চালায় ইউক্রেনের সেনা। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছে, রাতভর তাঁরা ইউক্রেনের মোট ২৫১টি ড্রোন নামিয়েছে।





