উত্তরবঙ্গ সফরে এসে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পর আচমকাই তিনি অসুস্থবোধ করেন। ঠিক কী কারণে তিনি অসুস্থ তা নিয়ে এখনও পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এদিন ময়নাগুড়িতে বন্যা ও বৃষ্টিবিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা ছিল রাজ্যপালের। পাশাপাশি সেখানকার সাধারণ মানুষেরা কেমন আছেন সবটাই খতিয়ে দেখার কথা ছিল সিভি আনন্দ বোসের। কিন্তু এদিন সকালে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে যান রাজ্যপাল। সেখানেই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁর ময়নাগুড়ি সফর বাতিল করা হয়। তবে কী হয়েছে রাজ্যপালের সে বিষয়ে কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসে হার্টে ব্লকেজ ধরা পড়ার পর প্রায় ২৩ দিন হাসপাতালে ছিলেন রাজ্যপাল। প্রথমে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, পরে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেই চলে দীর্ঘ চিকিৎসা। এদিনের অসুস্থতার কারণ হার্টের সমস্যার কারণে কিনা সে বিষয়ে রাজভবনের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।





