- Advertisement -spot_img
Homeরাজনীতিবিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর!

বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর!

- Advertisement -spot_img

ত্রাণ বন্টন করতে গিয়ে কুমারগ্রামের বিত্তিবাড়িতে এবার বাধার মুখে পড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। তাঁকে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ত্রাণ বন্টন না করে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে ত্রাণ সামগ্রী বন্টন না করেই ফিরতে হয় বিধায়ককে। পরে সমাজমাধ্যমে ধস্তাধস্তির ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মনোজ ওরাওঁ ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই কয়েকজন তৃণমূল সমর্থক প্রশ্ন তোলেন, সরকার সবই দিচ্ছে, দুই দিন পর তিনি কেন এসেছেন? এরপরই এলাকায় থাকা তৃণমূল কর্মীরা বিধায়কে ঘিরে ধরেন। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মনোজ ওরাওঁয়ের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। বিধায়কের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক।
ঘটনা প্রসঙ্গে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ বলেন, ‘আমরা ভেবেছিলাম গতকাল যেই ঘটনা ঘটেছে তা একটি বিচ্ছিন্ন ঘটনা।

 

আজ আমার যেখানে ত্রাণ দিতে গিয়েছিলাম, সেটি ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু আচমকা কিছু বহিরাগত , যারা তৃণমূল কর্মী, তাঁরা এসে হামলা চালায় আমাদের মহিলা কর্মীদের ওপর। পেছন থেকে ঢিল মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। চার জন মহিলা আহত। সেন্ট্রাল ফোর্সকে আঘাত করা হয়। এসব মানুষ দেখছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধুয়ে-মুছে সাফ করবে রাজ্যের মানুষ।’

কুমারগ্রামের তৃণমূল নেতা কাঞ্চন সরকার বলেন, ‘তৃণমূলের কেউ বাধা দেয়নি ত্রাণ দিতে। যখন জলের মধ্যে সাধারণ মানুষকে তৃণমূলের বিধায়ক, নেতা, কর্মীরা ত্রাণ বিলি করছিল তখন মনোজ ওরাওঁ কোথায় ছিলেন? এখন সব ঠিক হতেই উনি রাজনীতি করতে এসেছেন।’

 

গোটা ঘটনা প্রসঙ্গে কুমারগ্রাম থানার আইসি বলেন, ‘দু’পক্ষের কথা শুনেছি। সবটাই তদন্ত করে দেখা হবে।’
মাদারিহাট উপনির্বাচনে হেরে দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাহুল লোহার

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here