তৃণমূলের বিধায়ক সুশান্ত মাহাতো কে মিথ্যাবাদী ও গাদ্দার বলে অভিহিত করলেন কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। প্রসঙ্গত, গত বুধবার কুড়মি সমাজের ডাকা পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যে সভার ডাক দেওয়া হয়েছিল, সেই সভার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর পাশপাশি তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তার কথায়, জিয়ুদারু গ্রামে পুলিশের অত্যাচারের পর তৃণমূলের কোনো নেতা ওই গ্রামের মানুষের পাশে দাঁড়ায় নি। অথচ সুশান্ত মাহাতো, মালা মাহাতোর পরিবারের পাশে আছেন, সেই মালার মাকে আশ্বাস দেওয়ার পরও তিনি সেই কথা রাখেননি। অজিত এও বলেন যে সুশান্ত নিজের প্রচার পাওয়ার জন্য মালার মাকে বলেছিলে মালার মা যাতে সকলের নিকট বলে দেন যে সুশান্ত মাহাতো তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অথচ বাস্তবে তিনি কোনো সহযোগিতায় করেন নি। তাই, সুশান্তর মতো মিথ্যাবাদীদের চিনে রাখা দরকার বলে সভায় আশা মানুষদের জানান অজিত মাহাতো।





