সারা রাজ্যের সাথে কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনে শুরু হয় চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গের উদ্যোগে পরিচালিত এই পরীক্ষা এ বছর পদার্পণ করল ৩৪তম বর্ষে। প্রাথমিক স্তরে ইংরেজি ও পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯২ সালে সূচনা হয়েছিল এই পরীক্ষার।
মাত্র ৩০ টাকার বিনিময়ে পাঁচ দিনব্যাপী এই পরীক্ষায় এবার কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তন কেন্দ্রে ৮১৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত এক সভায় জেলা সম্পাদক অপূর্ব চক্রবর্তী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি পরীক্ষার সূচনার ইতিহাস তুলে ধরার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান শিক্ষানীতির বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, রাজ্যের প্রায় ২২০০টি পরীক্ষাকেন্দ্রে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে।





