বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা গোয়ালতোড় বাস রাস্তার মাঝে রঞ্জাবিটের কুড়াজুড়ি এলাকায় দুটি হাতির লড়াই হয়। ওই সময় দুটি হাতির লড়াই দেখতে প্রচুর মানুষ ভীড় জমায়। প্রায় দুই থেকে তিন ঘন্টা দুটি হাতি লড়াই করে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ওই সময় কয়েকজন যুবক হাতিকে উত্ত্যক্ত করার জন্য ঢিল ছুঁড়ে এবং এক যুবক হাতির লেজ ধরে টানাটানি করে বলে অভিযোগে।
যা সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠে। ওই ভিডিও দেখে বনদপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পিড়াকাটা রেঞ্জের আধিকারিক শুভজিৎ দাস বলেন, বুধবার হাতির লেজ ধরে টানার ঘটনায় ভিডিও’র ফুটেজ দেখে রাজকুমার মাহাতো নামে এক যুবককে চিহ্নিত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বনদপ্তরের আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম জানান, এভাবে বন্যপ্রাণীকে উত্তপ্ত করা যায় না। তাই বন বিভাগের আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যাতে আগামী দিনে কেউ এভাবে বন্যপ্রাণীদের উপর অত্যাচার না করে তার জন্য মানুষ সচেতন হবেন। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রঞ্জা এলাকায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবকের নাম রাজ কুমার মাহাতো, তার বাড়ি শালবনি ব্লকের ভাঙাবাঁধ বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।





