শুক্রবার সকাল থেকেই চন্দ্রকোনা ঘাটালের আকাশে রোদ ঝলমলে পরিবেশ। বর্তমানে বৃষ্টি হচ্ছে না, কিছুটা স্বস্তি ঘাটলাবাসি। চন্দ্রকোনার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘাটালের নদী গুলির জলস্থর ধীরগতিতে কমছে। ঘাটালের নিচু জলমগ্ন এলাকা থেকেও জল কমছে। ধীরে-ধীরে ঘাটালে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঘাটালের পৌরসভা এবং গ্রামীণ জলমগ্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়ক, ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া চাতালে জল কমেছে।
স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি ঘাটালবাসীর। আবারো যদি জলাধার থেকে জল ছাড়া হয় আবার প্লাবিত হবে ঘাটাল। মহকুমা প্রশাসন বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছে। যেকোনো রকমের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর মহকুমা প্রশাসন। ঘাটালবাসীর একটাই প্রশ্ন, জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, ঘাটাল পৌরসভার দশটি ওয়ার্ড এলাকায় এবং ঘাটাল ব্লকের পাঁচটি অঞ্চলের বেশ কিছু জায়গায় এখনো জল রয়েছে।
ওই সব এলাকাগুলিতে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবার কাজ করছেন। কন্ট্রোল রুম এখনো খোলা রয়েছে। মানুষ যে কোন সময় অসুবিধায় পড়লে ফোন করতে পারেন। ততক্ষণাৎ তাকে পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





