পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অলংকারপুর স্কুল বাজার স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে। উদ্বোধন করলেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র।
উপস্থিত ছিলেন দীঘা বিদ্যাভবন হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ, ডাক্তার সমীর কুমার কুইতী, বসন্ত কুমার জানা, গ্রাম পঞ্চায়েত সদস্য দীপঙ্কর রায়, অলংকারপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির সম্পাদক তাপস কুমার কর, শিক্ষক বুদ্ধদেব দাস, অচিন মাইতি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধক পাদিমা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র ফুটবলে কিক করে খেলার উদ্বোধন করলেন। আজকের খেলায় দুই দল, বাগনান স্পোর্টিং ক্লাব ও শ্রীরামপুর আমরা কজন সংঘ অংশগ্রহণ করে।





