বাঁধ তৈরির ক্ষেত্রে দুর্নীতি তো অবশ্যই হয়েছে। এজন্য বাঁধ ভেঙেছে। এখন দ্রুত বাঁধের কাজ শুরু হোক। শুক্রবার আলিপুরদুয়ারের শালকুমারহাট এলাকায় বিপর্যস্ত এলাকায় গিয়ে এমনটা বললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
রবিবার আলিপুরদুয়ার ১ এর শিসামারা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে শালকুমারহাটের নেপালিবস্তি, নতুনপাড়, মুন্সিপাড়া, সিধাবাড়ি গ্রামে। এই গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে দুর্গতদের জন্য ত্রাণ দেওয়া হচ্ছে। এদিন সকালে শালকুমারহাট এলাকার বিধ্বস্ত গ্রামগুলি পরিদর্শনে আসেন মীনাক্ষী। তিনি শিসামারার বাঁধ ধরেই হেঁটে গোটা পরিস্থিতি দেখেন। যেখানে বাঁধ ভেঙেছে সেখানেও যান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এরপরই দ্রুত বাঁধ তৈরির কাজ শুরুর দাবি তোলেন তিনি। একই সঙ্গে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি, পর্যাপ্ত ত্রাণের দাবিও তোলেন। তাঁর সঙ্গে এদিন সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন।





