কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার টালিভাটা এলাকায় সরকারের জায়গা দখল করে বেআইনিভাবে তৈরি কয়েকটি দোকান ঘর ভেঙে দিল প্রশাসন। উল্লেখ্য, দাসপুর থানা টালিভাটা বাজার এলাকায় সরকারি জায়গায় জোর করে দখল করে বেআইনিভাবে কয়েকজন দোকান ঘর তৈরি করে ব্যবসা করছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের দোকান ঘর গুলি ভেঙে নেওয়ার জন্য জানানো হলেও তারা দোকান ঘর না ভেঙে আদালতের দ্বারস্থ হয়। অবশেষে কলকাতা হাইকোর্ট ওই দোকান ঘর গুলিকে ভেঙে সরকারের জায়গা উদ্ধার করার নির্দেশ দেন। এদিন দাসপুর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকালে দুটি জেসিবি মেশিন দিয়ে ওই এলাকায় থাকা ৯টির মধ্যে ৬টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়। তিনটি দোকানের মালিক তাদের দোকান না ভাঙার আবেদন জানিয়ে পুনরায় আইনজীবীর চিঠি ঘাটালের মহকুমা শাসক ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের কাছে পাঠিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই তিনজন ব্যবসায়ীকে আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে, তারা যদি নির্দিষ্ট কোন কাগজ দেখাতে পারে তাহলে তাদের দোকান ভাঙ্গা হবে না, যদি তারা কোন কাগজপত্র দেখাতে না পারে তাহলে আগামী সাত দিনের দিন প্রশাসন ওই তিনটি দোকান ঘর ভেঙে দেবে। শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দাসপুর এক ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এবং দাসপুর থানার পুলিশ কর্মীরা। দাসপুর এক ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে সরকারি জায়গায় উপর তৈরি করা দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে।





