হাবড়ায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাবড়া থানার পুলিশের কাছে খবর আসে হাবড়া আয়রা বাইপাস রোড এলাকায় বেশ কয়েকজন যুবক জড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে, তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, সাবল, ভোজালি সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।
ধৃতদের নাম – রানা ঘোষ, বাড়ি উত্তর হাবড়ার পদ্মা পাড়, ইন্দ্রজিৎ দাস, তার বাড়ি উত্তর হাবড়া, সঞ্জয় শাহানী, তার বাড়ি উত্তর হাবড়ার লোকনাথ সরণী এলাকায়, এবং সোমনাথ দাসের বাড়ি পশ্চিম কামারথুবা এলাকায়। এর আগেও বিভিন্ন থানায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে এই চার দুষ্কৃতির বিরুদ্ধে বলে জানা যায় পুলিশ সুত্রে। শুক্রবার এই চার অভিযুক্তকে পাঠানো হয় বারাসত আদালতে।





