মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশিনগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুজোর পরবর্তী এই অনুষ্ঠানে প্রায় দুই হাজার স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত হয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে কাশিনগর এলাকা উৎসবমুখর করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন জেলা সভাপতি জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলক জলদাতা এবং জেলা পরিষদের সদস্যরা। মঞ্চ থেকে তারা দলের সাংগঠনিক বার্তা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। বিজেপি বিভেদের রাজনীতি করে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মানুষ আবারও মমতা ব্যানার্জীর উন্নয়নের পথে ভোট দেবে। তৃণমূল কংগ্রেস ২৫০টি আসন দখল করবে।
সাংসদ বাপি হালদার বলেন, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া নির্যাতন আমরা সহ্য করতে পারি না। বিজেপিকে বাংলার মানুষের ওপর অত্যাচার থেকে বিরত হতে হবে। ২০২৬ সালে তৃণমূল আরও শক্তিশালী অবস্থান গ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনায় গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসবমুখরভাবে সম্পন্ন হয়। উপস্থিতরা বলেন, সংগঠনই শক্তি, আর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিতভাবে তৃণমূলের দখলে থাকবে।





