স্বরূপনগর বিথারী এলাকায় হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মীসভা। এতে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যা ও তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়িকা বিনা মণ্ডল এবং তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গোৎসব মিটতেই সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে তৃণমূল নেতৃত্ব এবার দফায় দফায় কর্মসূচি গ্রহণ করছেন। স্বরূপনগরের এই সীমান্তে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনের মাধ্যমে সকল নেতাকর্মীদের একত্রিত করে বিশেষ নির্দেশ ও বার্তা দেওয়া হয়েছে।
কর্মীসভায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ, সাংগঠনিক ক্ষেত্র আরও শক্তিশালী করা এবং পার্টির সকল স্তরের কর্মীদের উদ্দীপিত করা নিয়ে আলোচনা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য কর্মীদের উদ্দীপনা বাড়াতে বিশেষ বার্তা প্রদান করেছেন। সভায় অংশগ্রহণকারীরা পার্টির একতা ও সংগঠনের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন এবং আগামী নির্বাচনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত হয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, সীমান্তের এই কর্মীসভা তৃণমূল কংগ্রেসের শক্তি ও সংগঠনের প্রতি নতুন উদ্দীপনা যোগ করেছে।





