আইটিআই পরীক্ষায় দেশের টপার হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন কান্দি থানার অন্তর্গত জীবন্তির দৃষ্টিহীন যুবক বাবলু হালদার। এবারের আইটিআই পরীক্ষায় (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) সারা দেশের মধ্যে প্রথম হয়ে ইতিহাস গড়লেন বাবলু।
দেশের মধ্যে দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন বাবলু, সে পড়াশোনা করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে। তিনি কারিগর প্রশিক্ষণ প্রকল্প(সিটিএস)-এর অধীনে মেটাল কাটিং অ্যাটেনডেন্ট বিভাগে ৬০০-র মধ্যে ৪৭৩ নম্বর পেয়ে জাতীয় স্তরে শীর্ষে ওঠেন।
ফলাফল প্রকাশিত হয় ৪ সেপ্টেম্বর, এবং ৪ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র হাত থেকে ৪৬ জন আইটিআই টপারের সঙ্গে বাবলুও শংসাপত্র ও পুরস্কার গ্রহণ করেন।





