কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে সুপার কাপ।কলকাতার তিন প্রধান ক্লাব এই টুর্নামেন্টে খেলবে। তবে এই টুর্নামেন্টের আগে যেন কিছুটা সমস্যায় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। একে তাদের ইনভেস্টর নেই। এমন পরিস্থিতিতে সুপার কাপ খেলতে যে অর্থ প্রয়োজন তার যোগান নিয়েই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুপার কাপ খেলা নিয়ে সম্প্রতি নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন মহামেডান কর্তারা। সেখানেই স্থির হয়েছে কর্তারা নিজেরাই অর্থ ব্যয় করে সুপার কাপ খেলতে পাঠাবে দলকে।তারপর কি হবে সেই বিষয়ে ও তারা এদিনের বৈঠকে আলোচনা করেছেন। ইনভেস্টর আঁধার বিষয়ে ও আলোচনা হয়েছে। তবে এখন ও কোন আশার আলো দেখতে পাওয়া যায়নি।
ফুটবলারদের হোটেল বুক করার পাশাপাশি ইতিমধ্যেই বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছে।উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর কলকাতায় আসছেন মহামেডান ফুটবলাররা। তারপর এক সপ্তাহের অনুশীলন সেরে সুপার কাপ খেলতে গোয়া যাবেন মহামেডান ফুটবলাররা।দলের উপর এখনো নতুন ফুটবলার সই করার বিষয়ে রেজিস্ট্রেশন ব্যান চলছে। প্রসঙ্গত আইএসএল চলাকালীন কোচ, ফুটবলারদের বেতন মেটানো হয়নি মহামেডানের তরফে।সুপার কাপ শুরুর মুখে ফেডারেশনকে চিঠি দিয়ে এফএসডিএল অনুরোধ করেছিল যাতে মহামেডানকে সুপার কাপে খেলতে না দেওয়া হয়।যদিও এআইএফএফের তরফে আগেই মহামেডানকে রেখেই সুপার কাপের সূচি ঘোষণা করা হয়েছিল।ফলে এখন আর পেছানোর উপায় নেই।





