এদিন সব দ্বন্দ্ব ভুলে ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক অনুব্রত মন্ডলের। ইলামবাজারে বলাকা অনুষ্ঠান ভবনে দলীয় বিজয়া সম্মেলন থেকে ঘোষণা অনুব্রত মন্ডলের। এবং বেশ কয়েকজন কর্মীকে মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে সম্বর্ধনা জানানো হয়। রবিবার বিকাল ৪টে নাগাদ বীরভূমের ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা ও ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মেলন।
দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতাকর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বোলপুর সাংসদ অসিত কুমার মাল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ অঞ্চল ও বুথের দলীয় কর্মীরা ও অগণিত সাধারণ মানুষ।
মঞ্চে দেখা যায় নেতৃত্ব দিতে কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল কে। গতবারের থেকে ইলামবাজার ব্লকের ভোটের লিড আরো বাড়ানোর কথা বলেন কর্মীদেরকে। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। ভোটের লিড আরো বাড়াতে হবে, মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং খুব কঠিন একটা নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। প্রতিটি কর্মসূচিতে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সামনে সারিতে রাখুন। তারাই দলের সৈনিক। ভোট কৌশল তারাই। ব্লক সভাপতিদের মাথায় চাপ থাকে। তাই সব কিছু ভুলে গিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা দেওয়া হয়।





