দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা। রবিবার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ঘাটাল শহরে মিছিল করে ঘাটাল থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বিজেপির মহিলা মোর্চার কয়েকজন প্রতিনিধি ঘাটাল থানায় গিয়ে তাদের দাবি পত্র পেশ করেন।
বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়। মহিলা মোর্চার পক্ষ থেকে আরো জানানো হয় যে আরজিকরের ঘটনার পরও রাজ্যের সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে গোটা রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটছে তা নিন্দাজনক। তাই ‘ছি মমতা ছি’ বলে মহিলা মোর্চার সদস্যরা স্লোগান দেন।
তারা স্লোগান দেয় ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’। বিজেপির মহিলা মোর্চার ঘাটাল থানা ঘেরাও কর্মসূচি কে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পুলিশি মতান করা হয়েছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে বিজেপির মহিলা মোর্চার ঘাটাল থানা ঘেরাও কর্মসূচি সম্পন্ন হয়।





