দীপাবলির আগেই বাজি বিক্রেতা ও সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল সাঁকরাইল থানার পুলিশ। সোমবার সাঁকরাইল ব্লকের বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করে জানানো হয়, আদালতের নির্দেশ মেনে শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি (গ্রিন ক্র্যাকার্স) বিক্রি ও ব্যবহার করার অনুমতি রয়েছে।
পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধের স্বার্থে অবৈধ বাজি বিক্রি বা ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে গ্রিন বাজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সাঁকরাইল থানার পুলিশ জানিয়েছে, ‘পরিবেশ রক্ষার স্বার্থে সকলের সহযোগিতা দরকার। আদালতের নির্দেশ মেনে গ্রিন ক্র্যাকার্স ব্যবহার করুন, অন্যদেরও সচেতন করুন এবং নিজেরা সুস্থ থাকুন’। সাঁকরাইল থানার পুলিশ বিভিন্ন বাজির দোকানে গিয়ে নিষিদ্ধ শব্দবাজি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন।





