- Advertisement -spot_img
Homeরাজ্যআদিবাসী নাবালিকা নৃশংস হত্যার প্রতিবাদে জনজোয়ার ইলামবাজারে

আদিবাসী নাবালিকা নৃশংস হত্যার প্রতিবাদে জনজোয়ার ইলামবাজারে

- Advertisement -spot_img

রামপুরহাটে আদিবাসী নাবালিকা হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। শনিবার আদিবাসী সমাজের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় এলাকায়। হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের স্লোগান তুলে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারী আদিবাসী মানুষজনরা।

 

মিছিলটি ইলামবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে থানা ঘেরাও করেন তারা এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জমা দেন। আবেদনপত্রে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশ করে আইনের সর্বোচ্চ শাস্তি — ফাঁসির দাবি তোলেন বিক্ষুব্ধরা। আদিবাসী সংগঠনের নেতা শিবু সোরেন অভিযোগ করেন, ‘এই ধরনের নিষ্ঠুর ও পাশবিক হত্যাকাণ্ড বারবার ঘটছে। কঠোরতম শাস্তি না হলে এর পুনরাবৃত্তি রোখা যাবে না’। প্রতিবাদ মিছিলে আদিবাসী সমাজের পাশাপাশি যোগ দেন স্থানীয় সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, মহিলারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

পুরো এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। জনতার একটাই দাবি — ‘ন্যায় চাই, নিরাপত্তা চাই’। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান শান্ত ছিল, তবে জনমনে ক্ষোভ তীব্র। ঘটনার ন্যায়বিচার না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here