এসআইআর হতে চলছে তাই উনি মানসিক ভাবে ঠিক নেই! নবদ্বীপের দলীয় কর্মসূচী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির জেলা সভানেত্রীর। ২০২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচীতে নেমে পরেছে রাজ্যের শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল। বিশেষ করে বিজয়া সন্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কর্মীদের একত্রিত করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির বার্তাই দিতে শোনা যাচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে।
রবিবার নদীয়ার নবদ্বীপ বিজেপির শহর উত্তর মন্ডলের উদ্যোগে শহরের বুড়োশিবতলা রোড সাধারণ গ্রন্থাগারে আয়োজিত হলো বিজয়া সন্মেলনী ও আত্মনির্ভর ভারত কর্মসূচী। উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী, বিধানসভার কনভেনার শশধর নন্দী, বিজেপি নেতা গৌতম পাল, সিদ্ধার্থনস্কর, মন্ডল সভাপতি শংকর দেবনাথ সহ বিভন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক। সেখানেই একাধারে যেমন বিজেপি নেতৃত্বদের কর্মীদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে শোনা যায় পাশাপাশি এসআইআর নিয়েও বিস্তার আলোচনা করতে শোনা যায়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভানেত্রী অপর্না নন্দী এদিনের কর্মসূচী প্রসঙ্গে বলেন, ‘এই কর্মসূচীর মাধ্যমে ২০২৬-এর নির্বাচনের জন্যও প্রস্তুতি নিতে কর্মীদের বার্তা দেওয়া হয়েছে’। দঃ ২৪ পরগনায় শুভেন্দু অধিকারীরকে ঘিরে এদিনের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এসআইআর হতে চলছে উনি মানসিক ভাবে ঠিক নেই, তাই ওনার দলের কর্মীরা এসব করছে কারন, এই এসআইআর হলে ভুয়ো, রোহিঙ্গাদের নাম বাদ যাবে যেটাতে ওনার ভোটব্যাংকে আঘাত আসবে, তাই এসব করছে। কিন্তু এসব করে কিছু হবে না আমরাও প্রস্তুত আছি।





