- Advertisement -spot_img
Homeরাজ্যপঞ্চায়েতের পাইপ কেলেঙ্কারিতে তোলপাড় ডাবরা

পঞ্চায়েতের পাইপ কেলেঙ্কারিতে তোলপাড় ডাবরা

- Advertisement -spot_img

সরকারিভাবে শ্মশানে যাওয়ার কালভার্ট নির্মাণের জন্য কেনা হয়েছিল বহু মূল্যের হিউম পাইপ। সেই হিউম পাইপ বেআইনিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের ডাবরা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঈশ্বরপাড়া, চাপাহাট ও আশপাশের এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রকল্প থেকে দুটি হিউম পাইপ কেনা হয়েছিল শ্মশানে যাতায়াতের রাস্তা তৈরির উদ্দেশ্যে।

 

অভিযোগ, ডাবরার দুই ব্যক্তি স্থানীয় এক পঞ্চায়েত প্রতিনিধির মাধ্যমে সেই পাইপগুলিকে নিজের বাড়ির পথে বসিয়ে রাস্তা তৈরি করে নেন। এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও পাইপ দুটি যথেচ্ছভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।এলাকার বাসিন্দা হীরেন ওরাও বলেন, আমি ২২০০ টাকা দিয়ে পাইপটি এনেছি। সরকারি পাইপ বলে জানতাম না। আরও এক ব্যক্তি নিজের বাড়ির সামনে পাইপ বসিয়েছেন বলেও জানা যায়। ঘটনার পর প্রাক্তন প্রধান উজ্জ্বল মণ্ডল ও বর্তমান প্রধানের স্বামী সুজন ঘোষ ঘটনাস্থলে যান। তাঁরা জানান, সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে ব্যবহার আইনত অপরাধ।

 

পাইপ দুটি ফের সরিয়ে এনে যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বীথিকা ঘোষ জানান, সরকারি হিউম পাইপ শুধু অনুমতি নিয়ে ব্যবহার করা যায়। কে বা কারা এনেছে, খোঁজ নিয়ে দেখা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here