রাজু বিস্তের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি অভিযোগ করেন,বাংলায় বিজেপির উত্থান আটকাতে মরিয়া তৃণমূল। ভয়ের চোটে এখন ওরা হামলার রাজনীতি শুরু করেছে।দিলীপ ঘোষের কথায়, বাংলার মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়।
মোদী সরকারের উন্নয়ন ও নীতিতে মানুষের আস্থা ক্রমেই বাড়ছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে।ভয় পেয়েই বিজেপি নেতাদের উপর হামলা চালানো হচ্ছে।রাজু বিস্তের মতো জনপ্রিয় সাংসদের উপর হামলা সেই আতঙ্কেরই বহিঃপ্রকাশ,মন্তব্য দিলীপের।তিনি আরও বলেন, রাজ্যে এখন একপ্রকার গুণ্ডারাজ চলছে।প্রশাসন তৃণমূলের ইশারায় কাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিজেপি নেতার দাবি, বিরোধী মত হলেই তাকে লক্ষ্য করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এর ফলে গণতন্ত্রের পরিবেশ ক্রমে ধ্বংস হচ্ছে।
তবে দলীয় কর্মীদের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন, বিজেপি শান্ত থাকতে জানে,কিন্তু দুর্বল নয়। সময় এলে মানুষই জবাব দেবে।শেষে তাঁর দৃঢ় ঘোষণা,বাংলায় যে পরিবর্তনের হাওয়া বইছে, তা আর কেউ থামাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে-ভয়ের রাজনীতি নয়, এবার উন্নয়নের রাজনীতি চাই।





