পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের বৈদ্যপুর, বড়ধামাস, অকাল পৌষ, আনুখাল সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আমন ধান চাষে ধানে বাদামি শোষক পোকার কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই শোষক পোকা লাগায় ধান পুরোপুরি খড় হয়ে যাচ্ছে। ধানই পাওয়া যাবে না। হাত দিলেই ধুলোর মত গুরিয়ে যাচ্ছে। তাই চিন্তায় মাথায় হাত চাষীদের। সারা বছর কি করে সংসার চালাবে সেই নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা।
এক চাষীর কথায়, ওষুধ দিয়েও এই পোকা আটকানো যাচ্ছে না। আদেও তারা বাড়িতে কিছু ধান তুলে নিয়ে যেতে পারবেন কিনা সেই আশঙ্কাই দেখা দিয়েছে। ধান না হলে সারা বছর কি করে সংসার চলবে এই চিন্তায় ঘুম উড়েছে তাদের। তদন্ত করে সরকার যদি সরকার যদি ক্ষতিপূরনের ব্যবস্থা করে, তাহলে চাষিরা অনেকটাই উপকৃত হবে বলে চাষিদের দাবি।





