কালি পূজোর রাতে ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে লোহার সাবল দিয়ে খুন। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার পাড়া থানার চাপুড়ি গ্রামে। মৃত বছর ৩৭-এর ওই মহিলার নাম পদবী টুডু। ঘটনায় পরে পাড়া থানার পুলিশ তদন্তে নেমে মৃত মহিলার ভাসুর ও জা সহ ছয় জন কে গ্রেফতার করে। তাঁদের মঙ্গলবার পুরুলিয়া রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সোমবার রাতে চাপুড়ি গ্রামে কালী পুজোর প্রস্তুতি শুরু করে নিহত পদবি টুডুর পরিবারের লোকজন।
সেই সময় তারই ভাসুর হিটলার টুডু ও তার স্ত্রী জ্বলশ্বরী টুডু সহ বেশ কয়েকজন পদবি টুডুকে টেনে নিয়ে আসে উঠোনের পাশে। সেখানেই তাকে প্রথমে মারধর করা হয়। তারপর শাবল দিয়ে মাথায় মারে। সেখানেই লুটিয়ে পরে পদবি। তারপর পদবি টুডুকে উদ্ধার করে পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।





