হাড়োয়ায় তৃণমূলের নতুন সভাপতির নাম ঘোষণা হতেই উৎসবের রঙ। বসিরহাটের তৃণমূলের হাড়োয়া ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপে ফরিদ জমাদারের নাম ঘোষণা হতেই শুরু হয় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘ এক বছর ধরে ব্লক সভাপতির পদ নিয়ে দলের অন্দরে যে দ্বন্দ্ব চলছিল, তার অবসান ঘটিয়ে অবশেষে এই নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিল তৃণমূল নেতৃত্ব। সেই পদ ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় জমে যায় তৃণমূল কার্য্যালয়ে। ফরিদ জমাদারের নাম ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দের ঢেউ। কেউ তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার সবুজ আবির ছড়িয়ে উৎসবে মেতে উঠেছেন। তৃণমূলের পতাকা হাতে নাচ-গানে মেতে ওঠেন স্থানীয়রা।
বহুদিন পর হাড়োয়া ২ ব্লক কার্য্যালয়ে এমন প্রাণ চাঞ্চল্য দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। গত এক বছরে সভাপতি পদ নিয়ে দলে নানা অস্থিরতা তৈরি হয়েছিল। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতভেদ প্রকাশ্যে চলে আসে, এমনকি দলীয় কর্মসূচিতেও তার প্রভাব পড়েছিল। এই পরিস্থিতিতে নেতৃত্বের তরফে নতুন সভাপতির ঘোষণা অনেকটাই স্থিতি আনবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফরিদ জমাদার বলেন, ‘দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে এগিয়ে যেতে।
দলে ঐক্য ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় লক্ষ্য’। তার এই বক্তব্যে উপস্থিত কর্মীরা হাততালি দিয়ে সমর্থন জানান। দলীয় সূত্রের দাবি, ফরিদ জমাদারের নেতৃত্বে হাড়োয়া ২ ব্লকে নতুন উদ্যমে সংগঠন আরও মজবুত হবে। অপরদিকে বিষয়টি নিয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, ‘এটা এক প্রকার সত্যের জয়। সঠিক নেতৃত্বকে দল পদে বসিয়েছে। এর ফলে এই এলাকায় তৃণমূলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরো বাড়বে’।





