অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে উল্লেখ করে অমিত শাহর তীব্র সমালোচনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সুকান্তকে অসুর হিসাবে ভালো মানাবে, শুভেন্দু পাপী তাপী, মা কালীর আরতিতে কেঁদে ভাসিয়ে বিজেপিকে শূন্য করার কামনা কল্যাণের। এদিন অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে উল্লেখ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অমিত শাহ জীবনে সংবিধান পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উর্ধে, সম্প্রতি অমিত শাহ’র করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এই ভাষাতেই দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর শ্রীরামপুরে আমরা থিমে সব অসুর তৈরী করব। এর মধ্যে অসুর হিসাবে সুকান্তর মুখটা ভালো মানাবে। সুকান্ত অসুর-অসুর দেখতে। তাই, অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপী-তাপী বলেও উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়ির কালীপুজোতে আরতির সময় আবেগে কেঁদে ভাসান শ্রীরামপুরের সাংসদ।
কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাউহাউ করে কাঁদতে থাকেন। পরে তিনি বলেন, মায়ের কাছেই তো ছেলে কাঁদে। মায়ের কাছেই ছেলে হাঁসে-ছেলে কাঁদে। মায়ের কাছে শক্তি চাইলাম, ভক্তি চাইলাম। চাইলাম ২০২৬-এ বিজেপি যেন শূন্য হয়ে যায়। নরেন্দ্র মোদী আর অমিত শাহর মুখ ভোঁতা হয়ে যায়। আর শুভেন্দুর মতো পাপী তাপীগুলো যেন সরে যায়।





