বর্ধমান শহরের বড়বাজারে আজ যেন ফুটে উঠল বাংলার আসল সৌন্দর্য। সম্প্রীতির সেই চিরচেনা ছবি। বড়বাজার মসজিদের দিক থেকে আজান শোনা যেতেই, পাশেই চলছিল কালীপুজোর অনুষ্ঠান। কিন্তু আজান শুরু হতেই পুজোর উদ্যোক্তারা বিনা দ্বিধায় মাইকের গান বন্ধ করে দিলেন। কেউ কিছু বলেননি, কেউ কাউকে বাধা দেননি — যেন নিঃশব্দেই এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ল চারদিকে। এই দৃশ্যই তো বাংলার আসল চেহারা। যেখানে ধর্ম নয়, মানুষই বড়।
যেখানে কালীপুজো আর আজানের সুর একসঙ্গে মিশে যায় পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায়। উদ্যোক্তাদের এই সংবেদনশীল সিদ্ধান্তে খুশি এলাকার মুসলিম ভাইরাও। তারা বলছেন, ‘এটাই তো আমাদের বাংলা, যেখানে সবাই একে অপরের ধর্মকে সম্মান করে’। দুই সম্প্রদায়ের এমন মিলন মুহূর্তে যেন দীপাবলির আলো আরও উজ্জ্বল হয়ে উঠল বর্ধমানের আকাশে। একদিকে দেবী কালী, অন্যদিকে আল্লাহর ডাক—দু’টির মাঝখানে দাঁড়িয়ে বাংলার হৃদয় আবারও প্রমাণ করল, মানবতাই আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম।





