আপাততত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভাইফোঁটাতেও ঝলমলে থাকবে আকাশ। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। সকালের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশারও দেখা মিলতে পারে। তবে তাপমাত্রার যে বিশেষ পারদপতন হবে এমনটা নয়। স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিন স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। কলকাতা ও আশাপাশের কিছু এলাকায় কিছু সময় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরেও থাকতে পারে।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৬ থেকে ৯২ শতাংশের মধ্যে। তবে সপ্তাহান্ত থেকে ফের ধীরে ধীরে হাওয়া বদল দেখতে পারে বাংলা। শুক্রবার উপকূলের ও পার্বত্য জেলাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি মাত্রায় হতে পারে। সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা বাড়বে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহে বৃষ্টির আশঙ্কা থাকছে। সোমবার বৃষ্টি আরও বেশ কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি হলেও তা স্বল্প সময়ের।
অন্যদিকে আবার আবহাওয়া দফতর এও জানাচ্ছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এই গভীর নিম্নচাপ এদিনই তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।





