ভাঙড়ে আবারও রাজনৈতিক অশান্তি তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে ভাঙড়ের দুই নম্বর ব্লকের ভুমরু এলাকায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সূত্রে জানা গেছে, শিশুদের বাজি ফাটানোর সামান্য তর্ক মুহূর্তের মধ্যে বড় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।
প্রাথমিকভাবে দুই পরিবারের মধ্যে বচসা ঘটে। পরে জানা যায়, দুই পরিবার রাজনৈতিকভাবে ভিন্ন শিবিরের — একপক্ষ তৃণমূল, অন্যপক্ষ আইএসএফ ঘনিষ্ঠ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটবৃষ্টি ও ভাঙচুর শুরু হয়।
তৃণমূলের অভিযোগ, আইএসএফের দুষ্কৃতীরা পরিকল্পনা করে তৃণমূল কর্মী গোলাম রব্বানী মোল্লার বাড়িতে হামলা চালায়। রব্বানী ও তাঁর তিন ছেলে গুরুতর আহত হন। অন্যদিকে, আইএসএফ নেতা মোহাম্মদ অসীম বিল্লাহ খান পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায়, এতে এক মহিলা ও দুই শিশু আহত হন।
উত্তর কাশিপুর থানার পুলিশ রাতভর এলাকায় টহল চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালেও ভুমরুতে টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো রাজনৈতিক বিরোধ এই সংঘর্ষের মূল কারণ।
ভাঙড়ে এখন রাজনৈতিক সংঘর্ষ মানেই আতঙ্ক। সামান্য দ্বন্দ্বও বড় অশান্তিতে রূপ নিতে পারে, যা স্থানীয়দের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।





