গোটা বাংলার পাশাপাশি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ভাইফোঁটা সাড়ম্বরের সঙ্গে পালিত হয়। এদিন সকালে আসানসোলের চেলিডাঙ্গায় আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের পৈত্রিক বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিলো।
সেখানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও ছিলেন দুই দাদা ও ভাই অরুণ ঘটক এবং আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তাদেরকে চার বোন প্রণতি বন্দোপাধ্যায়, ব্রততী বন্দোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় ও মুনমুন চক্রবর্তী ফোঁটা দেন। এই প্রসঙ্গে মলয় ঘটক বলেন, আমি এবং আমার ভাই অভিজিৎ ঘটক রাজনৈতিক নেতা হিসেবে সারা বছর জনসাধারণের কাজে ব্যস্ত থাকি। কিন্তু, হাজারো ব্যস্ততার মধ্যেও এই ভাইফোঁটার দিনে আমরা সময় বার করি। শুধুমাত্র দিদি ও বোনেদের থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য। এবার চারবোন এসেছিলেন। একজন বাইরে থাকায় আস্তে পারেননি।
তিনি আরো বলেন, আমাদের মতোই বোনেরাও এই ভাইফোঁটা করতে বাড়িতে আসেন, তারা যেখানেই থাকুন না কেন। বোন প্রণতি বন্দোপাধ্যায় বলেন, আমি ও আমরা দুই ভাইয়ের জন্য গর্বিত। যারা সারা বছর ধরে মানুষের সেবা করেন। তার মধ্যেও তারা অবশ্যই এই দিনে আসেন। যাতে তাদের বোনেরা ভাইফোঁটা দিতে পারে। তিনি আরো বলেন, আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, তার দুই ভাই এইভাবে মানুষের সেবা করে যেতে পারেন।





