সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হতো ভারতকে। সেটা আর পারলেন কই। ২ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজই হারাল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২৫ অক্টোবর সিডনিতে।২২ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার পাওয়া জয়ে ওয়ানডে অধিনায়কত্বের সিরিজ হার দিয়ে শুরু হলো শুবমান গিলের। শেষ দিকে অবশ্য ৩ উইকেট নিয়ে ম্যাচ জমানোর চেষ্টা করেছিল ভারত। তবে কুপার কনোলি তা হতে দেননি। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি ব্যাটার।ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে এসে প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৬১ রানের। ১ ছক্কার বিপরীতে ৫ চার হাঁকিয়েছেন তিনি।
জয়ের ভিতটা অবশ্য গড়ে দিয়েছেন ম্যাথিউ শর্ট। তিনে নেমে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলে।পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪ চারের বিপরীতে ২ ছক্কা মারেন। ফিফটি করার পথে তৃতীয় ও পঞ্চম উইকেটে ম্যাট রেনশো এবং কনোলির সঙ্গে দুটি ৫৫ রানের জুটি গড়েন।তবে ইনিংসের বড় জুটিটা মিচেল ওয়েনের সঙ্গে গড়েন কনোলিই। ষষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা। এর আগে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৪ রানে আউট হন দুই ওপেনার মিচেল মার্শ (১১) ও ট্রাভিস হেড (২৮)।
ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, হারশিত রানা ও ওয়াশিংটন সুন্দর।সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো হয় না ভারতের। দলীয় ১৭ রানে ২ উইকেট হারায় তারা। অধিনায়ক শুবমান গিলের বিপরীতে আজও ডাক মেরেছেন বিরাট কোহলি। ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে প্রথম ম্যাচে ৯ বল খেলে রানের খাতা খুলতে না পারা সাবেক অধিনায়ক আজ ৪ বল খেলেছেন।এতে প্রত্যাবর্তনের সিরিজে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম তুলেছেন কোহলি। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের এবারই টানা দুই ইনিংসে ডাক মারলেন ভারতীয় ব্যাটার। আর অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি হচ্ছে এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে সর্বোচ্চ ডাক। ১৮ ডাক নিয়ে এখন চূড়ায় তিনি। ১৭ ডাকে তার পরেই আছেন রোহিত শর্মা, লিটন দাস ও ব্রেন্ডন টেইলর।
তবে শুরুর ধাক্কা দ্রুতই দারুণভাবে সামলে নেন রোহিত ও শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে ১১৮ রানের দারুণ এক জুটি গড়ে। শতরানের জুটি গড়ার পথে দুজনে ফিফটিও তুলে নেন। কিন্তু ইনিংস দুটিকে বড় করতে পারেননি তারা। রোহিতের ৭৩ রানের বিপরীতে ৬১ রানে ফেরেন শ্রেয়াস। ৭ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের ৫৯তম হাফ সেঞ্চুরি সাজিয়েছেন রোহিত।
বিপরীতে ৭ চারে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক সাজিয়েছেন শ্রেয়াস।রোহিত-শ্রেয়াস যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ বড় সংগ্রহের আশা দেখছিল ভারত। কিন্তু তারা বিদায়ের পরেই ইনিংসে খেই হারিয়ে ফেলে গিলের দল। কেননা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। এতে শঙ্কা জেগেছিল আড়াই শ করতে পারবে কি না। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ এনে দিয়েছেন আর্শদীপ সিং (১৩) ও হারশিত রানা (২৪)। ৯ম উইকেটে ২৯ বলে ৩৭ রানের জুটি গড়েন তারা। মাঝে ৪৪ রানের ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। শুরুতে ভারতকে কাঁপিয়ে দেওয়া জাভিয়ের বার্টলেট ৩ উইকেট নিলেও ম্যাচসেরা হয়েছে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা।





