বড়সড়ো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল রবীন্দ্রনাথের ব্যবহৃত শ্রীনিকেতনে কুঠিবাড়ি। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শ্রীনিকেতনে কুঠিবাড়িতে এক তলার ছাদে এসি’র আউটলেটে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বহির্বিভাগ এসির মেশিন। তড়িঘড়ি কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে পরিচিত শ্রীনিকেতন। এখানেই রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত শতাব্দি প্রাচীন কুঠিবাড়ি।
যে বাড়িতে রবীন্দ্রনাথ বহুদিন বসবাস করে গ্রামের মানুষের বিকাশের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। শতাধিক প্রাচীন দোতলা কুঠিবাড়ি, আজও ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে। একতলায় বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের দপ্তর। দোতালায় আজও রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে কবিগুরুর ব্যবহৃত চেয়ার, টেবিল, সোফা, নানান আসবাবপত্র।
এবং রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র বহুমূল্যবান। সেই রবীন্দ্রনাথের ব্যবহৃত কুঠিবাড়ি একতলার এসি মেশিনের আউটডেটে আগুন। রক্ষা পেল রবীন্দ্রনাথের গোটা কুঠিবাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। তবে কি করে লাগল শীততাপ নিয়ন্ত্রিত মেশিনে আগুন ? এসি মেশিন গুলো কি পুরাতন ? নানান প্রশ্ন এই মুহূর্তে আসছে! পুরো ঘটনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। রীতিমতো চাঞ্চল্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গনে।





