দুর্গাপুজোয় বৃষ্টি দেখেছে বাংলা, তবে শুকনো কেটেছে দীপাবলি। এবার জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। আগামী সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গল-বুধ-বৃহস্পতি একাধিক জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির ইঙ্গিত। বুধবার রাজ্যের ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাতেই বাড়ছে উদ্বেগ। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, হাওড়া, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার রাজ্যের ৯ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বেশ ভাল মাত্রায় দমকা বাতাসও বইতে পারে। প্রতিকূল আবহাওয়া থাকায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে সকলকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাওয়া অফিস এও বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রবিবার তা হয়ে যাবে গভীর নিম্নচাপ। সোমবার সকালেই তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলাই থাকবে। শুক্রবার মূলত পার্বত্য এলাকাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে।





