উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার পুলিস সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় টাকি থেকে হাসনাবাদ এলাকায় বাড়ি ফিরছিলেন বছর ১১-র ছাত্রী। বাড়ি ফেরার পথে একটি সুইচ গেটের সামনে ছাত্রীটিকে একা পেয়ে এক যুবক তার পথ আটকিয়ে তাকে ধরে টানাটানি শুরু করে। তারপর ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ঐ যুবক। এরপর নাবালিকার পরিবার থেকে হাসনাবাদ থানায় অভিযোগ করলে শনিবার রাতে হাসনাবাদ এলাকা থেকে ঐ যুবককে গ্রেফতার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।





