- Advertisement -spot_img
Homeরাজনীতিভাঙড়ে কলকাঠি নাড়লেও লাভ হবে না: শওকত মোল্লা

ভাঙড়ে কলকাঠি নাড়লেও লাভ হবে না: শওকত মোল্লা

- Advertisement -spot_img

ফের তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের রেশ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জে আয়োজিত তৃণমূলের জনসভায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দলের নেতাদের কড়া হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতই কলকাঠি নাড়ো, ভাঙড়ে কোনও লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া অন্য কারও কথায় নড়ব না।

সভায় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, ব্লক নেতৃত্ব এবং হাজার হাজার তৃণমূল সমর্থক। শওকত মোল্লা নাম না করে দলের দুই নেতাকে তোপ দাগেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের ভেতরে বিভাজন সৃষ্টি করার। তিনি বলেন, দলের অন্দরেই যারা শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের কোনও ছাড় নেই।

এই বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে, সম্প্রতি জয়নগরের জনসভায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ঘোষণা এবং কাইজার আহমেদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সরাসরি লক্ষ্যবস্তু। সভায় শওকত মোল্লা বার্তা দেন, ভাঙড়ের তৃণমূলের নেতৃত্ব তার হাতে এবং বাইরের প্রভাব বা মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শওকত মোল্লার এই মন্তব্য দলের মধ্যে চলমান ক্ষমতার লড়াই প্রকাশ্যে আনল। এবার দেখা যাবে, ভাঙড়ে দলের অন্দরেই ক্ষমতা ও নেতৃত্বের দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here