বাংলা ও ঝাড়খণ্ড সীমানা আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের দামোদর নদ। একদিকে বরাকর ছটঘাট, অপরদিকে রয়েছে ঝাড়খন্ড রাজ্যের চিরকুন্ডা ছটঘাট। এই দুই ছটঘাটে সোমবারে বিকেলে ছট পুজোর প্রথম অর্ঘ্য এবং মঙ্গলবার সকালে দ্বিতীয় অর্ঘ্য দিতে আসেন দুই রাজ্যের ছটব্রতীরা।
দামোদর নদীর দুই ঘাট একদিকে পশ্চিমবঙ্গ ও অপরদিকে ঝাড়খণ্ডের মানুষদের মিলনক্ষেত্র হয়ে উঠে এই ছট পুজোর উপলক্ষে। প্রতি বছরের মতো এবছরের ছটপুজোয় সে দৃশ্যের দেখা মিললো এদিন বিকেল চারটের পর থেকেই।





