নভেম্বর মাসে নিয়মানুযায়ী ফিফার কোন ফ্রেন্ডলি খেলার কথা নয় কোন দলের। আর্জেন্টিনা ও তাঁর ব্যতিক্রম নয়।তবে কেরলে মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের ফ্রেন্ডলি ম্যাচ খেলা নিয়ে প্রচার চলেছে অবিরত।তবে এরপরেও একটা জল্পনা ছিলই এই ম্যাচ নিয়ে।এবার তাতেই কার্যত সিলমোহর পড়ে গিয়েছে। কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলার কথা ছিল তা অফিসিয়ালি স্থগিত হয়ে গেছে।কেরলের ওই ম্যাচের আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন, ফিফার নভেম্বর উইন্ডোতে ওই ম্যাচের জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। ফলে ম্যাচটি এখন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত আগামী ১০-১৮ নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে কেরলে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। লিওলেন মেসি ছাড়াও ওই ম্যাচে খেলার কথা ছিল রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের।উল্লেখ্য অন্যদিকে আগামী ১২ ডিসেম্বর কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র । তাঁকে সম্মান জানাতে আয়োজন হবে ‘গোট কনসার্টের’।১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে।এছাড়াও দিল্লি এবং মুম্বাইতে ও মেসিকে নিয়ে হবে একগুচ্ছ অনুষ্ঠান।





