সোমবার বিকেলে ভোটার তালিকা সংশোধন নিয়ে সাংবাদিক বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। তার ঠিক আগে নবান্নের তরফে প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে এক ঝটকায় রাজ্য প্রশাসনের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। ওয়াকিবহাল মহলের মতে, যা সাম্প্রতিককালে একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত।
এতদিন পর্যন্ত দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্ব সামলেছেন প্রীতি গোয়েল। এবার তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে মালদার। মালদার বর্তমান জেলাশাসক নিতীন সিংহানিয়া পাশের জেলা মুর্শিদাবাদে জেলাশাসকের দায়িত্ব পাচ্ছেন। প্রশাসনিক ভবন সূত্রে খবর, দু’দিনের মধ্যেই মালদার দায়িত্ব নিতে পারেন মালদার নতুন জেলাশাসক।
এদিন মোট ১০ জন জেলাশাসকের বদলি হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদা, বীরভূম জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আচমকা কেন বদল করা হল জেলাশাসকদের? এই বদলি নিয়ে মূলত দুটি তথ্য সামনে এসেছে। প্রথমত, নবান্নের তরফে বলা হয়েছে, যারা একটানা ৩ বছর ধরে একই পদে রয়েছেন তাঁদেরই অন্য জেলায় পাঠানো হয়েছে। দ্বিতীয়ত, এদিন বিকেলে বাংলায় SIR নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই আগেভাগেই এমন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।





