জিএসটি-র হার নিয়ে সমালোচনার মুখে কেন্দ্র! কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে জবাব দিতে পারলেন না কেন্দ্রীয় আধিকারিকেরা।
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সংসদের অর্থনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী সাংসদদের মধ্যে অনেকেই জিএসটি-র হার পুনর্গঠন করা হলেও ব্যবসায়ীরা এর সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে কেন্দ্রীয় আধিকারিকদের প্রশ্নের মুখে ফেলেন এবং তাতে বাকি বিরোধীরাও সায় দিয়েছেন বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, বৈঠকে সৌগত জিএসটি নিয়ে এখনও অনেক জটিলতা রয়েছে এবং বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন। বিষয়গুলি অবিলম্বে সমাধান করার প্রয়োজন রয়েছে বলেই বৈঠকে তিনি দাবি করেছেন। কোন কোন ক্ষেত্রে জটিলতা রয়েছে, সেই সংক্রান্ত বিশদ তথ্য ও নথি সৌগত কমিটির বৈঠকে জমা দিয়েছেন বলে খবর।





