পাকিস্তানের আকাশে রঙের খেলা ঘিরে নেট ভুবনে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিবেশী দেশটি? অথবা অন্য কোনও ধরনের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা।
তা অবশ্য নয়। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আসল বিষয়টা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাকিস্তানের আকাশে দৃশ্যমান রহস্যময় আলোর পিছনে কোনও রহস্য নেই। আসলে কোয়েত্তা শহরের সীমানায় পার্বত্য অঞ্চলের আকাশে যে আলোর দেখা মিলেছে এর কারণ লেন্টিকুলার মেঘ! সূর্যোদয়ের ঠিক আগে অনেক সময়ই এমন মেঘ দেখা যায়।





