বাংলায় একজন বৈধ ভোটারেরও নাম বাদ গেলে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তারই মাঝে উলটো সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের কথায়।
গত মঙ্গলবার তিনি বলেন, “SIR চালু হোক না। কোনও সমস্যা নেই।” অথচ এই অনুব্রত মণ্ডলই কিনা সাম্প্রতিক অতীতে সম্পূর্ণ বিপরীত কথা বলেন।
তিনি সেই সময় দাবি করেছিলেন, “কারও ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়। উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশ থেকে আসেননি। নাম বাদ দেওয়ার ক্ষমতা নই বিজেপি সরকারের।” কেন আচমকা এমন অবস্থান পরিবর্তন তা নিয়ে স্বাভাবিকভাবে নানা মহলে চলছে জোর চর্চা।





