এবার গাড়ি উড়বে আকাশে! টেসলা প্রধান ইলন মাস্ক এমন এক ঘোষণা করেছেন। তিনি নাকি এবার সত্যিই গাড়িকে আকাশে ওড়াতে চান! মাস্ক জানিয়েছেন, তিনি আশা করছেন চলতি বছরের শেষের আগেই টেসলার একটি “ফ্লাইং কার প্রোটোটাইপ” দেখাতে পারবেন।
তবে মাস্ককে চেনা লোকজন জানেন এই প্রতিশ্রুতি নতুন কিছু নয়। অন্তত ২০১৪ সাল থেকে তিনি উড়ন্ত গাড়ির কথা বলে আসছেন। তাঁর অন্যান্য মহৎ পরিকল্পনার মতো মঙ্গলগ্রহে উপনিবেশ গঠন হোক বা হাইপারলুপ ট্রেন—এই ধারণাটিও এখনও “শীঘ্রই” আর “একদিন” এই দুইয়ের মাঝামাঝি ঝুলে আছে।





