শুক্রবার তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগির। তাতে দুঃসংবাদই শোনা গিয়েছে। নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশজুড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল বিএনপির তরফে। তাতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, খালেদার সুস্থতা কামনায় সকলে প্রার্থনা করুন।
শুক্রবার নয়াপল্টন মসজিদের বিশেষ প্রার্থনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগির বলেন, ‘‘গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন, দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, সারা দেশের জনগণের কাছে বিশেষ দোয়া চেয়েছি। আল্লা যেন তাঁকে সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন।’’





