খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গিয়েছেন। রোববার রাত থেকে অতি সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন খালেদা জিয়া। সোমবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালের সামনে দাঁড়িয়েই দলনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান আজম খান। তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনও কন্ডিশনে এখনও তিনি আসেননি। গোটা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।





