‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া’, জানাল বিএনপি।’ মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালের সামনেই সাংবাদিক বৈঠক করে তাঁর চিকিৎসক তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। বলা ভালো, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে তাঁর অসুবিধা হচ্ছে না। জাহিদ এও জানান, তাঁর চিকিৎসায় তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রেখে সর্বক্ষণ মায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন ছেলে তারেক রহমান। এদিকে, ৮০ বছরের বিএনপি সুপ্রিমোর চিকিৎসায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া। এখন তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা ভালো, ডাক্তারদের পরামর্শ মেন্টেন করতে পারছেন। বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।’’ কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ বেশ কয়েকমাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। সোমবার রাত থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।





