- Advertisement -spot_img
Homeকলকাতামমতার নির্দেশে জোড়া পোর্টাল নবান্নের

মমতার নির্দেশে জোড়া পোর্টাল নবান্নের

- Advertisement -spot_img

সামনেই নির্বাচন। রাজনৈতিক আবহাওয়া গরম হতেই রাজ্যের শাসক দল এবার ধর্মের রাজনীতি নয়, উন্নয়নকেই মূল হাতিয়ার করতে চাইছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্রুতগতিতে উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের ছোঁয়া থেকে যাতে ‘কোনও বাড়ি যেন বাদ না যায়’, সেই বার্তা প্রশাসনকে পৌঁছে দিয়েছেন তিনি।

 

এবার বাকি থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে এবার বিশেষ উদ্যোগ নিল নবান্ন। নির্বাচন ঘোষণা হওয়ার আগেই উন্নয়নমূলক কাজগুলি শেষ করার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নের জন্য দুটি আলাদা পোর্টাল তৈরি করল প্রশাসন। এই নতুন পোর্টালের মাধ্যমেই এবার দরপত্র গ্রহণ করা হবে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ‘উন্নয়নের পাঁচালি’ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ এই দুটি প্রকল্পের উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে। নতুন পোর্টালে ‘পথশ্রী’ প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

 

সদ্য গত ১৫ বছরের খতিয়ান নিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই উন্নয়ন অবিলম্বে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। (১) অগ্রাধিকার মৌলিক চাহিদায় । মানুষের মৌলিক চাহিদা যেমন পানীয় জল, রাস্তাঘাট, আলো, বাংলার বাড়ি, সেতু নির্মাণ ও সংস্কারের কাজগুলি সঠিক সময়ে শেষ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। (২) এসআইআর সতর্কতা ।

 

মুখ্যমন্ত্রী তাঁর স্পষ্ট বার্তায় প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন যে এসআইআর-এর কাজের জন্য রাজ্যের মানুষের কাজ যেন কোনওভাবেই বাধা না পায়। (৩) জনতার কাজে গুরুত্ব । ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাজ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী অসম্পূর্ণ কাজগুলি ভোটের আগেই শেষ করার জন্য নির্দিষ্ট টার্গেট বেঁধে দিয়েছেন। দ্রুত কাজ শেষ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। উন্নয়নমূলক কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে ১৩ জনের একটি পর্যবেক্ষক দলও গঠন করা হয়েছে। সমস্ত জেলা প্রশাসনকে দ্রুত মানুষের প্রাথমিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নবান্ন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here